alo
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
Logo
alo

মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে

Journalist Name

Journalist Name

প্রকাশিত: 03 July, 2025, 05:37 PM

alo
alo

'অমানুষ' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার। সিনেমায় মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গত বছরের এপ্রিলে বান্দরবানে 'অমানুষ' সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

এ সিনেমায় নুসরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন। সিনেমায় আরও অভিনয় করেছেন- নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

উল্লেখ্য, বড় পর্দার অনেকগুলো প্রজেক্টে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন মিথিলা। ‘অমানুষ’ সিনেমা ছাড়াও আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এগুলো হলো-‘জ্বলে জ্বলে তারা’ ও ‘কাজল রেখা’। পাশাপাশি কলকাতার চারটি সিনেমায়ও কাজ করেছেন এই অভিনেত্রী। সিনেমাগুলো হলো-‘মায়া’, ‘আ রিভার ইন হ্যাভেন’, ‘আয় খুকু আয়’ ও ‘নীতিশাস্ত্র’।

alo
alo
alo