alo
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
Logo
alo

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

Journalist Name

Journalist Name

প্রকাশিত: 03 July, 2025, 06:08 PM

alo
alo

অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (০৯ জুন) বিষয়টি শাওন জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

পোস্টে শাওন লেখেন, আজ ভোরে আমার মায়ের বাসার আমার রুমে এসির বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। আমাদের সবাই অক্ষত আছে, তবে আতঙ্ক কাজ করছে। আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে! সবাই আমাদের জন্য দোয়া করেন।

তিনি আরও লেখেন, মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!

সবশেষ শাওন জানান, ঘরের মেঝেতে অনেকদিনের পুরোনো রান্নার খালা ঘুমাচ্ছিলেন। তিনিই প্রথম শব্দ শোনেন এবং আগুন দেখতে পান। তিনি বলেছেন এসি ছাড়া হয়নি। যদিও ফায়ার সার্ভিসের লোক জানিয়েছেন এসির সুইচ অন ছিল! ধারণা করা যাচ্ছে ভোরের দিকে গরম সহ্য করতে না পেরে হয়তো রান্নার খালা-ই এসি ছেড়েছিলেন!

সামাজিক মাধ্যমে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর ও নানা আসবাবপত্রের ছবিও শেয়ার করেছেন এই তারকা।

alo
alo
alo