Journalist Name প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫, ০৭:৪৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ। পরে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে খানিক 'উন্নতি' ঘটিয়ে টাইগাররা গুটিয়ে যায় ৮০ রানে। এর আগে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসেও ৮৭ রানে শেষ হয়েছিলো বাংলাদেশের ইনিংস।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই দুইবার ঘটলো ব্যাটিং ধস। প্রথমবার টপঅর্ডারের ব্যর্থতায় ২৩ রানে পড়ে ৪ উইকেট। পরে লেজের সারিতে ১৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। এর আগে প্রথম ইনিংসেও ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে গিয়েছিলো স্বাগতিকরা।
সবমিলিয়ে ব্যাটিং নিয়ে একদমই স্বস্তির সুযোগ নেই বাংলাদেশের। এমনকি দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোও জানেন না, কী কারণে এভাবে ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা, পারছেন না ব্যাটিং ধস ঠেকাতে। তবে টাইগারদের হেড কোচ জানিয়েছেন, এ অবস্থা থেকে উত্তরণে পরিবর্তন আনা জরুরি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।
তিনি বলেন, আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।