Journalist Name প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৫, ০৭:০৩ পিএম
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জাফর আহমেদ এবং আমিনুল ইসলাম।
জাফর আহমেদ দেশটিতে পাইকারি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি মারা নিহত হলেন।