alo
শনিবার, জুলাই ৫, ২০২৫
Logo
logo

কোক স্টুডিও বাংলার কনসার্ট স্থগিত


Journalist Name   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ০৮:৫৮ পিএম

কোক স্টুডিও বাংলার কনসার্ট স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে কোক স্টুডিও বাংলার কনসার্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আবার নতুন করে এই কনসার্ট হবে কি না এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম মাঠে জমে যাওয়া পানি নিষ্কাশন কারণে বিকেল ৫টায় গেট খোলা হবে বলে জানিয়েছিলেন। কনসার্ট শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। শুরুতে কনসার্টের গেট খুলে দেওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল।

চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল এই কনসার্টকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।

কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার।